বেসরকারি শিক্ষকদের জানুয়ারি মাসের এমপিওর চেক ছাড়
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদেপ্তরের (মাউশি) আওতাধীন বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিওর চেক ছাড়া হয়েছে। নিয়মিত মহাপরিচালক না থাকায় শিক্ষক-কর্মচারীদের এমপিওর চেক ছাড় নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল।
বুধবার (২ ফেব্রুয়ারি) মাউশির উপপরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: আরও দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি: শিক্ষামন্ত্রী
এতে বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি (২০২২) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
এমপিওর স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৭৬৪/৪, তারিখ: ০২/০২/২০২২
আরও পড়ুন: ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া আলমগীরের নানা কীর্তি ফাঁস
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক অবসরে যান। নতুন ডিজি নিয়োগ না হওয়ায় তার স্থানে রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন মাউশি পরিচালক (প্রশাসন ও কলেজ) প্রফেসর শাহেদুল খবীর চৌধুরী। তবে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বা আর্থিক সংশ্লিষ্ট ফাইল অনুমোদনের ক্ষমতা তাকে না দেওয়ায় শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সংশয় দেখা দিয়েছিল।