মাউশি ডিজিকে দুদকে তলব

প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক
প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক  © ফাইল ফটো

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে বিভিন্ন সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে (মাউশি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এখন পর্যন্ত মোট ২৪০টি চিঠি পাঠিয়েছে দুদক।

কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সে বিষয়ে দুদককে অবহিত করেনি মাউশি। যে কারণে মাউশির মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুককে তলব করেছে সংস্থাটি।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে বলে জানা গেছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে দুদকের কাছে মাউশি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে। এর মধ্যে অনেক অভিযোগ দুদকের তফসিলভুক্ত নয়। ওইসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে মাউশি মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়।

জানা গেছে, আজ দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বিশেষ দলের সদস্যরা মাউশি মহাপরিচালকের কাছে ওই ২৪০ চিঠির ব্যাপারে জানতে চাইবেন।


সর্বশেষ সংবাদ