০৩ ডিসেম্বর ২০২১, ১৬:৫৩
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নভেম্বরের বেতন ছাড়
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও’র চেক ছাড় করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতাদী তুলতে পারবেন তারা।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে স্বাক্ষর করেছেন মাউশির উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের নভেম্বর মাসের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক হস্তান্তর করা হয়েছে। বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।