১৪ নভেম্বর ২০২১, ১৯:৫৮
নতুন জাতীয়কৃত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির
নতুন জাতীয়কৃত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টার মধ্যে (dd-sec@dshe.gov.bd) ইমেইলের মাধ্যমে এই তথ্য পাঠাতে বলা হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, নতুন জাতীয়কৃত (যে সকল প্রতিষ্ঠানে ইতোমধ্যে এডহক নিয়োগ সম্পন্ন হয়েছে) শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তথ্য নিম্নোক্ত ছক আকারে আগামী ১৬ নভেম্বর দুপুর ২টার মধ্যে ইমেইলের মাধ্যমে পাঠানোর নির্দেশক্রমে উপরোধ করা হলো। তথ্য সমূহ অবশ্যই এক্সল ফাইলে পাঠাতে হবে।