নতুন ছকে করোনা আক্রান্ত শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কতজন করোনায় আক্রান্ত হয়েছে সেটি জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান ইউনিটের পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রান্ত তথ্য আরো দ্রুত এবং নির্ভুলভাবে প্রাপ্তির লক্ষ্যে মাউশির আওতাধীন সকল আঞ্চলিক পরিচালক তার অধিক্ষেত্রাধীন সকল সরকারি-বেসরকারি কলেজ এবং উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাকে তার নিজ উপজেলা/থানার সকল সরকারি-বেসরকারি বিদ্যালয় হতে করোনা সংক্রান্ত প্রাপ্ত তথ্য দৈনিক ভিত্তিতে পূর্বের ছকের পরিবর্তে সংযুক্ত নতুন ছকে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের ইমেইল reopen.mew@gmail.com এ পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।