স্কুল-কলেজ প্রাঙ্গণে অভিভাবকদের ভিড় না করার অনুরোধ

প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক
প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক  © ফাইল ফটো

দীর্ঘ ৫৪৩ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে খুলছে স্কুল-কলেজ। সংক্রমণ ঠেকাতে এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে অভিভাবকদের ভিড় না করা অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

শনিবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজের অভিভাবক ছাউনি উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মাউশি ডিজি বলেন, স্কুল-কলেজে বসে ছাত্র-ছাত্রীরা কোনো টিফিন খেতে পারবে না। বাসা থেকে টিফিন খেয়ে আসতে হবে। প্রতিষ্ঠান শুধুমাত্র খাবার পানি সরবরাহ করবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশের সময় ভিড় এড়িয়ে চলতে হবে। এক্ষেত্রে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। স্কুল-কলেজ প্রাঙ্গনে অভিভাকদের ভিড় না করারও অনুরোধ জানান তিনি।


সর্বশেষ সংবাদ