০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৪
স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনায় টিম গঠনের নির্দেশ
কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালুকরণে সব স্কুল-কলেজে টিম গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (৮ সেপ্টেম্বর) মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। সে লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন মাঠ পর্যায়ের সকল শিক্ষ প্রতিষ্ঠান প্রধানকে (সরকারি-বেসরকারি) মাউশির নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে একটি মনিটরিং টিম গঠনের নির্দেশনা দেওয়া হলো।