এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে অ্যসাইনমেন্ট প্রকাশ করা হয়।

করোনার কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন অনলাইন, রেডিও, টেলিভিশনের মাধ্যমে পাঠদান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের এনসিটি কর্তৃক প্রণীত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অ্যাসাইনমেন্ট শুরু করা হয়েছে।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সারাদেশে লকডাউন থাকায় গত ২৪ জুলাই অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। তবে বুধবার জারি করা আদেশে ফের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করা হয়। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অস্যাইনমেন্ট গ্রহণ ও জমা দিতে বলা হয়েছে।

এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ