এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০২:০৯ PM , আপডেট: ১৮ জুলাই ২০২১, ০২:০৯ PM
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। রোববার (১৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
গত ২৩ জুন অ্যাসাইনমেন্টের এক নির্দেশনায় বলা হয়েছে, যে সকল এলাকায় লকডাউন চলছে সেখানকার শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো সময় অনুযায়ী অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনেই এই কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো ভাবেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা যাবে না।
এতে আরও বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সস্কু-কলেজের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকলেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি। শিক্ষা মন্ত্রণালয় এজন্য বিকল্প অনেক পদ্ধতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এনসিটিবির পাঠ্যসূচি অনুযায়ী ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট (রুবিক্সসহ) প্রণয়ন করা হয়েছে।
অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন