এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ফের শুরুর নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১২:০৫ AM , আপডেট: ১৭ জুলাই ২০২১, ১২:৫২ AM
৬ষ্ঠ-নবম শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থীদের পর এবার ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালুর নির্দেশ দেয়া হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে।
মাউশির আদেশে বলা হয়েছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের তৃতীয় সপ্তাহ পর্যন্ত প্রণীত গ্রিড অনুযায়ী অ্যাসাইনমেন্ট প্রেরণ করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে আগামী ১৪ জুলাই পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত রাখার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে ষষ্ঠ-নবম, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিতা রাখা হয়েছিল।