অ্যাসাইনমেন্ট জমা না দেয়া শিক্ষার্থীদের তালিকা চেয়েছে সরকার

প্রতীকী
প্রতীকী  © ফাইল ছবি

স্কুল-কলেজগুলোর কাছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের তথ্য চেয়েছে সরকার। কতজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট গ্রহণ করেছে, কতজন জমা দিয়েছে এবং কতজন দেয়নি তা সুনির্দিষ্টভাবে জানাতে বলা হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এ নির্দেশনা দিয়ে আলাদা আলাদা আদেশ জারি করা হয়েছে। আদেশগুলো সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

একইসাথে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের তথ্য পাঠাতে  মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত ছক পাঠানো হয়েছে। আগামী ২৮ জুনের মধ্যে এসব তথ্য সংগ্রহ করে তা সংরক্ষণ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের পাঠাতে বলা হয়েছে।

অধিদপ্তর থেকে জারি কারা আদেশগুলোতে লকডাউন এলাকার ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ও ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেয়ার তারিখ পুনঃনির্ধারণ করে স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রমে চালাতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ