সুবিধামতো সময়ে জমা দিতে পারবে মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট: মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)  © সংগৃহীত

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে নতুন করে সাত জেলা ‘লকডাউনে’ ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সুবিধামতো সময়ে জমা দেওয়া যাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু ‘লকডাউন’ দেওয়া হয়েছে, তাই সুবিধামতো সময়ে অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার বিষয়ে আমরা সব উপ-পরিচালককে নির্দেশনা দেবো।  

মহাপরিচালক আরও বলেন, আগে শিক্ষার্থী ও অভিভাবকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পরে অ্যাসাইনমেন্ট। আমরা ঝুঁকি নিয়ে অ্যাসাইনমেন্ট জমা নেবো না।

চলতি বছরের মার্চে ষষ্ঠ থেকে নবম শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা-২০২১ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ নির্দেশনার আলোকে ২০ মার্চ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়।

রিলেটেড সংবাদ: 

এসএসসি-এইচএসসি: ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চায় মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কমছে, বাড়ছে জটিলতা

৭ জেলায় লকডাউন শুরু


সর্বশেষ সংবাদ