করোনায় প্রাণ গেল শিক্ষা ক্যাডারের আরেক কর্মকর্তার

সহকারী অধ্যাপক মো. মাসুদ আলম
সহকারী অধ্যাপক মো. মাসুদ আলম  © সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রসায়নের সহকারী অধ্যাপক মো. মাসুদ আলম। মঙ্গলবার (২০ এপ্রিল) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার জানান, মো. মাসুদ আলম ২৪তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। শিক্ষা ক্যাডার ও ঢাকা কলেজ পরিবারের পক্ষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।  

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৯১ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে চার হাজার ৫৫৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ১০ হাজার ৫৮৮ জন মারা গেছেন। শনাক্ত সাত লাখ ২৭ হাজার ৭৮০ জন।


সর্বশেষ সংবাদ