শিক্ষাপ্রতিষ্ঠানে অটিজম সচেতনতা দিবস উদযাপনের নির্দেশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর  © লোগো

শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২১’ উদযাপন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। বুধবার (৩১ মার্চ) অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসসমূহে ‘১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে নিম্নে বর্ণিত কমূসূচি পালনের অনুরোধ করা হল-

১) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসসমূহে ১ এপ্রিল ২০২১ থেকে ৩ এপ্রিল ২০২১ পর্যন্ত নীল বাতি প্রজ্জ্বলন।

২) ২০২১ সালের শ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য বিষয়ে ‘মহামারিত্তোর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রশাসন’ আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসসমূহে অনলাইনে আলোচনা সভা ও মতবিনিময় সভার আয়োজন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পত্র জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ