শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালনে মাউশির ৫ নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © লোগো

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গণহত্যা দিবস (২৫ মার্চ) পালন বিষয়ে ৫টি নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৩ মার্চ) প্রকাশিত ওই আদেশে বলা হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সিদ্ধান্ত মোতাবেক এর আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরসমূহে নিম্নেবর্ণিত যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য অনুরোধ করা হলো।

১) ২৫ মার্চ বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসসমূহে সংশ্লিষ্ট মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাতে প্রার্থনার আয়োজন।

২) সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ওইদিন সন্ধ্যা ৭টায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন।

৩) সকল শিক্ষাপ্রতিষ্ঠান অফিসসমূহ থেকে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্লাকআউট পালন। এ দিবসে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

৪) ২৫ মার্চ সুবিধাজনক সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি অথবা বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অনলাইনে ২৫ মার্চ গণহত্যা স্মৃতিচারণা ও আলোচনা সভার আয়োজন।

৫) ২৫ মার্চ গণহত্যা দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোস্টার, ব্যানার, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে গণহত্যার চিত্র তুলে ধরা।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পত্র জারি করা হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।

মাউশির নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ