ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

মাধ্যমিকের শিক্ষার্থীদের ইউনিক আইডি দিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ১৮ মার্চ মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আদেশটি আজ রবিবার (২১ মার্চ) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, খুব শিগগিরই মাধ্যমিকের শিক্ষার্থীদের ইউনিক আইডি (ইউআইডি) প্রদান কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মৌলিক তথ্য ও শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহের পর ডেটা এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক, উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয় আদেশে।


সর্বশেষ সংবাদ