জানুয়ারি মাসের এমপিও চেক ছাড়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫২ AM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:০২ AM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিওর চেক ছাড় করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। আগামী ১০ ফেব্রুয়ারি এ বেতন উত্তোলন করা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক ৩ ফেব্রুয়ারির মধ্যে অগ্রণী, রুপালী ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।