শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে মাউশির নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর   © ফাইল ফটো

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শুক্রবার (২২ জানুয়ারি) রাতে মাউশি মহাপরিচালক প্রফেসর সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি গ্রহণ করতে হবে। করোনা মহামারী চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা। সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গাইডলাইন মেনে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে পরিস্কার করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার গাইডলাইন দেখতে এখানে ক্লিক করুন