এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের
করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী এপ্রিল পর্যন্ত মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট করতে হবে। ইতোমধ্যে আগামী ১২ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সিলেবাস তৈরি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক শিক্ষার্থীদের গণিত, ইংরেজি, বাংলা, গার্হস্থ বিজ্ঞান, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এং কৃষিশিক্ষা বিষয়ে অ্যাসাইনমেন্টের সিলেবাস তৈরি করে মাউশিতে পাঠানো হয়েছে। পরবর্তীতে অন্য বিষয়গুলোও পাঠানো হবে।
এ প্রসঙ্গে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি অনিশ্চিত হওয়ায় নতুন করে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়েছে। ১২ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট তৈরি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।