বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য সংশোধনের সুযোগ ২৫ নভেম্বর পর্যন্ত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

বৃত্তি পাওয়া যে সকল শিক্ষার্থীদের বৃত্তির টাকা ‘বাউন্স ব্যাক’ হয়েছে আগামী ২৫ নভেম্বরের মধ্যে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের তথ্য সংশোধনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ৩০ অক্টোবর পর্যন্ত তথ্য হালনাগাদের সুযোগ দেয়া হলেও সেই সময় বাড়ানো হয়েছে।

এ সংক্রান্ত একটি চিঠি সব স্কুল-কলেজ এবং মেডিকেল কলেজগুলোতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এ নির্দেশনা সব বিশ্ববিদ্যালয়গুলোকে জানাতে বলা হয়েছে। একইসাথে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠিয়েও বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখিত তারিখের পর শিক্ষার্থীদের বৃত্তির টাকা পেতে কোনো সমস্যা হলে প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন বলেও হুঁশিয়ার করেছে শিক্ষা অধিদপ্তর।


সর্বশেষ সংবাদ