দেশের সব কলেজে বহিরাগত প্রবেশ নিষেধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২০, ০১:০৪ AM
দেশের সব সরকারি-বেসরকারি কলেজে বহিরাগত প্রবেশ নিষেধসহ ছাত্রাবাস বন্ধ এবং ক্যাম্পাসে পুলিশি টহল জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। চলমান করোনা পরিস্থিতির মধ্যেও সিলেটের এমসি কলেজে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার মাত্র তিনদিনের মাথায় এমন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির উপ-পরিচালক (কলেজ-১) প্রফেসর শাহ মো. আমির আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে ৯টি নির্দেশনা দিয়ে বলা হয়, বিশ্বব্যাপী নােভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিন্ধান্ত অনুযায়ী বিগত ১৮ মার্চ থেকে অদ্যাবধি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কাজ বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান দীঘদিন বন্ধ থাকার ফলে কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বজায় রাখাসহ কলেজের সকল সরকারি সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানগণকে সতেষ্ট থাকতে হবে। দীর্ঘদিন কাক্রম বন্ধ থাকা কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা এবং সুরক্ষাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিচের পদক্ষেপসমূহ জরুরিভিত্তিতে নেয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানগণকে বিশেষভাবে অনুরােধ জানানাে হলো।
১) অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখতে হবে এবং আঞ্চলিক পরিচালককে ক্লাস গ্রহণের তথ্য প্রদান করতে হবে।
২) প্রতিষ্ঠানে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে নির্মিত পরিদর্শন প্রতিবেদন দাখিল করতে হবে
৩) শিক্ষার্থীদের অনলাইনে অংশগ্রহণ মনিটরিং এবং অভিভাবকের সঙ্গে সংযোগ সাধন করতে হবে।
৪) শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চার নিৰ্দেশনা প্রদান করতে হবে।
৫) কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়ােজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৬) কলেজের ল্যাবসহ সার্বিক সরকারি সম্পত্তি ও নথি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭) ছাত্রাবাসসমূহ বন্ধ রাখতে হবে এবং ছাত্রাবাসে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৮) প্রতিষ্ঠানের মূল ফটকসহ সকল প্রবেশপথে সার্বক্ষণিক প্রহরী নিয়ােজিত রাখতে হবে
৯) স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশ টহল জোরদার করতে হবে।
‘সরকারি ও বেসরকারি সকল কলেজের প্রতিষ্ঠান প্রধানকে বর্তমানে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বন্ধ সরকারি ও বেসরকারি কলেজে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশক্রমে অনুরােধ করা হলো।’-নির্দেশনায় উল্লেখ করা হয়।