অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না কর্মকর্তারা
কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সম্প্রতি কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিতির প্রবনতা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে নির্দেশনাটি দেওয়া হয়।
কর্মস্থলে নিয়মিত উপস্থিতি ও অবস্থান প্রসঙ্গ উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের কোন কোন কর্মকর্তা/কর্মচারী কর্মস্থলে যথাসময়ে উপস্থিত হন না এবং দাপ্তরিক জরুরি ও গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পন্ন না করে অফিসকালীন উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অফিস কক্ষ এমনকি কর্মস্থল ত্যাগ করেন, যা অনভিপ্রেত এবং সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর পরিপন্থী।’
এমতাবস্থায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা/কর্মচারীকে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হওয়ার জন্য এবং অফিসকালীন উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার উপসচিব মো. নজরুল ইসলাম এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন।