আরও ১১৭০ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)  © ফাইল ফটো

সারাদেশের বিভিন্ন স্কুল ও কলেজের আরো এক হাজার ১৭০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, স্কুল শাখার ৭৭১ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তাদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৬ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১৫ জন, কুমিল্লা অঞ্চলের ২৬ জন, ঢাকা অঞ্চলের ১৩৫ জন, খুলনা অঞ্চলের ৯৫ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৩৫ জন, রাজশাহী অঞ্চলের ৬৩ জন, রংপুর অঞ্চলের ১১৮ জন ও সিলেট অঞ্চলের ২১ জন।

আর কলেজ পর্যায়ের ৩৯৯ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হবেন। এমপিওভুক্তদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১৫ জন, কুমিল্লা অঞ্চলের ৯ জন, ঢাকা অঞ্চলের ১০ জন, খুলনা অঞ্চলের ৬৯ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৮ জন, রাজশাহী অঞ্চলের ৬৯ জন, রংপুর অঞ্চলের ৮২ জন ও সিলেট অঞ্চলের ৩ জন।

এসব শিক্ষক-কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে বিধিসম্মতভাবে এমপিও আবেদন করেছিলেন।


সর্বশেষ সংবাদ