২৪ জুন ২০১৯, ১৮:১২

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শিক্ষা সেবা সপ্তাহ শুরু

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ‘মানসম্মত শিক্ষা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো জাতীয় শিক্ষা সেবা সপ্তাহ-২০১৯। সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা সপ্তাহ উদ্বোধন করেন। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

শিক্ষা অধিদপ্তরে আজ শিক্ষা সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও শিক্ষা সেবা সপ্তাহের বিশেষ নীল গেঞ্জি ও হলুদ টুপি পরে আজ অফিস করছেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অধীনস্ত সব প্রতিষ্ঠানে শিক্ষা সেবা সপ্তাহ উদযাপন করা হবে। সপ্তাহব্যাপী এসব কার্যালয় থেকে জন সাধারণ ও সেবা প্রত্যাশীদেরকে বিশেষ সেবা প্রদান করা হবে।

জানা গেছে, ইতোমধ্যে শিক্ষা সেবা সপ্তাহ উদযাপনের নির্দেশ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালকদের চিঠি পাঠানো হয়েছে। এছাড়া সব জেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষা সেবা সপ্তাহের সব উপকরণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

এদিকে শিক্ষা সেবা সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আমির হোসেন স্বাক্ষরিত আদেশে শিক্ষা সেবা সপ্তাহ বিষয়ে সকলকে অবহিত করতে এবং সপ্তাহব্যাপী বিশেষ সেবা প্রদান করতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালক এবং সব জেলা শিক্ষা কর্মকর্তাদের।