এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা ১৮ মে

  © ফাইল ফটো

এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

সভায় বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিত, কর্তন, বাতিল ও ছাড়ের ব্যাপারে আলোচনা করা হবে। এছাড়া এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি, পুন:এমপিওভুক্তি বিষয়ে আলোচনা করা হবে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক ও কলেজ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবে।


সর্বশেষ সংবাদ