দুই দিন ছুটি নিলেই ১৬ দিন ছুটি কাটাতে পারবেন শিক্ষক-কর্মচারীরা
দূর্গাপূজা উপলক্ষে আগামীকাল শনিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শুরু হচ্ছে। সরকার ঘোষিত এ ছুটির সঙ্গে আর দুইদিন ছুটি নিতে পারলেই টানা ১৬ দিনের ছুটি মিলবে স্কুলের শিক্ষকদের।
শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, দূর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধ থাকবে। এই ছুটির সঙ্গে শিক্ষকরা ৮ ও ৯ অক্টোবর (বুধ ও বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে ১০ এবং ১১ অক্টোবরও ছুটি কাটাতে পারবেন। কেননা শুক্র ও শনিবার স্কুল বন্ধ থাকবে।
স্কুলের শিক্ষকদের বাড়তি দুইদিন ছুটি পেতে দুইদিন ছুটি নিতে হলেও কলেজ শিক্ষকদের এ বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। কেননা উচ্চমাধ্যমিক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্তই ছুটি ঘোষণা করা হয়েছে। সে হিসেবে তারা ১০ ও ১১ অক্টোবরও ছুটি পাচ্ছেন।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে এক দিন ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।