২৯ জানুয়ারি ২০২৫, ২০:২০

৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিল মাউশি

৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিল মাউশি
শ্রেণিকক্ষে শিক্ষক  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হতে পারে।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে মাউশির ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপ-পরিচালক আবু সাঈদ মজুমদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতনের মেসেজ পাওয়া ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতনের জিও (সরকারি নির্দেশনা) জারি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হতে পারে।’

বেতন না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা পরিবার নিয়ে কষ্টে আছেন। বেতন পেতে আর কত বিলম্ব হবে—এমন প্রশ্নের জবাবে আবু সাঈদ মজুমদার আরও বলেন, ‘আমরা বিষয়টি অনুধাবন করতে পারছি। তবে নানা সমস্যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আগামীকাল বেতন ব্যাংকে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে। কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পাওয়া শিক্ষকরা অবশ্যই বেতন তুলতে পারবেন।’

মাউশি জানিয়েছে, বেসরকারি স্কুল-কলেজের প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার কথা। বেতন পেতে তথ্য জমা দিয়েছেন ৩ লাখ ৭১ হাজার ২৫৯ জন। যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে তিন ধাপে তিন লাখ ৪০ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতনের মেসেজ পেয়েছেন। ব্যাংক থেকে বেতন তুলতে পেরেছেন এক লাখ ৮৯ হাজার জন। সে হিসেবে এখনো এক লাখ ৫১ হাজার শিক্ষক-কর্মচারী ব্যাংক থেকে টাকা উত্তোলণ করতে পারেননি।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

ব্যাংকগুলো মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা জোটে।

এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবরের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হয়েছে। এবার তৃতীয় ধাপে ৮৪ হাজার শিক্ষক-কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হচ্ছে।