১৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৩

শিক্ষকদের ইএফটিতে বেতন কবে—জানাল মাউশির ইএমআইএস সেল

শিক্ষকদের ইএফটিতে বেতন কবে—জানাল মাউশির ইএমআইএস সেল
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে। শিক্ষক-কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ এখনো শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিষ্ট খন্দকার আজিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে। বিকালের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাস++ এ পাঠানো হবে। এরপর আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক-কর্মচারীরা বেতনের মেসেজ পাবেন।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের আরেক কর্মকর্তা জানান, ‘আগামী সোমবার (১৯ জানুয়ারি)-এর মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এক লাখের কিছু কম সংখ্যক শিক্ষক-কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হবে।’ 

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমআইএস সেলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাদের ছোট ছোট ভুল রয়েছে, তারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন। তবে বড় ভুল থাকলে তারা ইএফটিতে বেতনের মেসেজ পাবেন না। 

প্রসঙ্গত, বেসরকারি স্কুল-কলেজের ৩ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে ২ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করছে মাউশি। ইতোমধ্যে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পাননি। অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এটি শেষ হলে দ্বিতীয় ধাপে এক লাখ শিক্ষক-কর্মচারী বেতনের মেসেজ পাবেন। অবশিষ্টরা তৃতীয় ধাপে বেতন পাবেন বলে জানা গেছে।