সাত কর্মদিবসের মধ্যে শিক্ষকদের পিডিএস হালনাগাদের নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সাত কর্মদিবসের মধ্যে নিজ দায়িত্বে পিডিএস হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। বুধবার অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়। 

অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল মান্নান স্বাক্ষরিত নোটিশে বলা হয়- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক উপপরিচালক, বিদ্যালয় পরিদর্শক, সহকারী বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের পিডিএস হালনাগাদ করতে হবে। নোটিশ জারির দিন থেকে সাত কর্মদিবসের মধ্যে এসব কর্মকর্তা ও শিক্ষকদের নিজ দায়িত্বে পিডিএস হালনাগাদ করতে হবে।

এ লক্ষ্যে pds.sib.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে পিডিএস পরম পূরণ করতে হবে। পিডিএস হালনাগাদ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি নিশ্চিত করতে হবে। এরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বিষয়টি জানাতে হবে। পিডিএস ফরমে কোন তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বা প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন না বলে জানিয়েছে মাউশি।


সর্বশেষ সংবাদ