মাউশির নতুন মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক

অধ্যাপক ড. সৈয়দ মো: গোলাম ফারুক
অধ্যাপক ড. সৈয়দ মো: গোলাম ফারুক  © সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সৈয়দ মো: গোলাম ফারুক। তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছেন। রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

গত ৩ নভেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাউশির মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান। এরপর থেকে মহাপরিচালকের চলতি দায়িত্ব পালন করছিলেন মাউশির পরিচালক (কলেজ) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা।

নতুন মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো: গোলাম ফারুক ১৯৯৩ সালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে তিনি অধ্যাপক হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যোগ দেন। ২০০৮ সালে তৃতীয় গ্রেড লাভ করেন। দীর্ঘ সরকারি চাকরি জীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি লিয়েনে সৌদি আরবের কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজির অধ্যাপক হিসেবে চাকরি করেছেন। নায়েমে যোগ দেওয়ার আগে তিনি পরিচালক হিসেবে মাধ্যমিক ও উচচ শিক্ষা অধিদদফরের চট্টগ্রাম অঞ্চলে কর্মরত ছিলেন।

মো. গোলাম ফারুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফলিত ভাষাবিজ্ঞান ও ইংরেজি ভাষা শিক্ষাদানের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।


সর্বশেষ সংবাদ