মাউশির মহাপরিচালক মারা গেছেন

সদ্য প্রয়াত মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান
সদ্য প্রয়াত মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান  © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আজ সকালে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। এর আগে রবিবার রাত ৯টায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। অধ্যাপক মাহবুবুর রহমান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলে তাঁর স্বাস্থ্য পর্যালোচনায় গঠিত বিএসএসএমইউ-এর মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন মহাপরিচালক মাহাবুবুর রহমান। গত বুধবার রাতে পরিস্থিতির অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএসএমইউ) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে তাঁকে অক্সিজেন দেয়া হয়। এরপর থেকে তাঁকে কেবিন ব্লকের ৭ম তলার আইসিইউতে রাখা হয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর অবস্থার অবনতি হলে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


সর্বশেষ সংবাদ