শিক্ষক প্রশিক্ষণের খরচের হিসেব দেয়নি ৩৩ উপজেলা শিক্ষা কর্মকর্তা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৯ PM
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের দেয়া প্রশিক্ষণের ব্যয়ের হিসেব বা ব্যয় বিবরণী দেয়নি দেশের ১৩ জেলার ৩৩ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।আগামী তিন কর্মদিবসে মধ্যে পাঠাতে শিক্ষা কর্মকর্তাদের খরচের হিসেব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত ২০২৩ সালের ১৭-৩১ ডিসেম্বর পর্যন্ত উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণে যে সকল আয়নব্যয়ন কর্মকর্তা (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার) প্রশিক্ষণের ব্যয় বিবরণী এখনো প্রেরণ করেননি, তাদের আগামী তিন কর্ম দিবসের মধ্যে স্কিম পরিচালক বরাবর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
খরচের হিসেব না দেওয়া উপজেলার তালিকা