শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা অফিসে ২২৫৯ কর্মচারী নিয়োগের আদেশ জারি
বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা-উপজেলা শিক্ষা অফিসে কর্মচারী পদে ২ হাজার ২৫৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে । বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তাদের নিয়োগ দিয়ে পৃথক আদেশ জারি করা হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফিস সহায়ক পদে ১ হাজার ৭০৪ জন, নিরাপত্তা প্রহরী পদে ২৪৭ জন, পরিচ্ছন্নতা কর্মী পদে ১৬৩ জন, মালী পদে ৯৯ জন, বুকসর্টার পদে ৪৬ জন প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
জানা গেছে, এ পাঁচটি পদে নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ২২ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গত ১৪ নভেম্বর নিয়োগের জন্য সুপারিশ করে বিভাগীয় নির্বাচন কমিটি। সে সুপারিশের আলোকে এ দুই হাজারের বেশি প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছে অধিদপ্তর।
নিয়োগের তালিকা দেখাতে এখানে ক্লিক করুন