পদোন্নতি পেলেন স্কুল-কলেজের ২৯৩ কর্মচারী
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিস, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি স্কুল-কলেজে কর্মরত ২৯৩ জন কর্মচারী পদোন্নতি পেয়েছেন। তাদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
বুধবার তাদের পদোন্নতির আলাদা আদেশ প্রকাশ করেছে অধিদপ্তর। এতে স্বাক্ষর করেছেন মাউশির সহকারী পরিচালক রূপক রায়।
পদোন্নতির বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেড ১৯ ও গ্রেড ২০ ভুক্ত পদের ১৫৬ জন কর্মচারীকে অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক, অফিস সহকারী-কাম ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী-কাম-হিসাব সহকারী ও অফিস সহকারী-কাম-হিসাব সহকারী, অফিস সহকারী-কাম-ডাটা এন্ট্রি অপারেটর পদে গ্রেড-১৬ পদে পদোন্নতি দেয়া হয়েছে। আর গ্রেড ১৯ ও গ্রেড ২০ ভুক্ত পদের ১৩৭ জন কর্মচারীকে হিসাব সহকারী, স্টোর কিপার, ক্যাশিয়ার, স্টোর কিপার কাম ক্যাশিয়ার, ভান্ডার রক্ষক, ক্যাশিয়ার কাম স্টোর কিপার পদে পদোন্নতি পেয়েছেন।