০২ জুলাই ২০১৮, ১২:৩৮

শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্বাচিত ভাষণের বই সংগ্রহে নির্দেশনা জারি

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহায়ক পুস্তক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচিত ১০০টি ভাষণের সংকলনটি তালিকাভুক্তির নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি)। 

মাউশির মাধ্যমিক-১ শাখার সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে দেয়া ভাষণগুলোর মধ্যে থেকে বাছাই করা ১০০টি ভাষণের একটি পুস্তক প্রকাশ করা হয়েছে। ২০১৪ সাল থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত উল্লেখযোগ্য ভাষণ নিয়ে সংকলনটি সাজানো হয়েছে। পুস্তকটিতে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে এই দুই মেয়াদের শেষ প্রান্তে এসে কৃষি, শিল্প, শিক্ষা, অবকাঠোমো উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ সর্বক্ষেত্রে বাংলাদেশ বিপুল অগ্রগতি স্থান পেয়েছে।

এতে আরো বলা হয়েছে, জিনিয়াস পাবলিকেশনের মুদ্রণকৃত সাড়ে ৫০০ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করা হয়েছে। যেটি সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বা সহযোগী বই হিসেবে সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।