এক কলেজে ৫ জাল সনদধারী, বেতন ফেরতসহ ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রাজশাহীর মোহনপুর ডিগ্রী কলেজের পাঁচজন জাল সনদধারী শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অভিযুক্তদের বেতন ফেরত দেওয়াসহ একাধিক নির্দেশনা দিয়েছে মাউশি।
সোমবার (২৬ জুন) মাউশির সহকারী পরিচালক (কলেজ-৩) তপন কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
জাল সনদধারী শিক্ষকরা হলেন- মোহনপুর ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক পরিমল কুমার, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোছা. কামরুন নাহার, একই বিষয়ের প্রভাষক মিলন কুমার ও আবু বকর এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আমজাদ হোসেন।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক/কর্মচারী জাল সনদধারী হওয়ায় তাদের বিরুদ্ধে কেন নিম্নবর্ণিত (ক্রমিক ১ থেকে ৭ পর্যন্ত) ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারী; ব্যাখ্যা প্রদানের জন্য অধ্যক্ষ এবং মতামত প্রদানের জন্য সভাপতি, গভর্নিংবডিকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাল সনদধারী শিক্ষক/কর্মচারীদের এমপিও বন্ধ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকুরীচ্যুত করা, অবৈধভাবে গ্রহনকৃত বেতন ভাতা সরকারি কোষাগারে ফেরৎ প্রদানের ব্যবস্থা গ্রহণ, যারা অবসরে গেছেন তাদের অবসরের সুবিধা প্রাপ্তি বাতিল করা; যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তাদের আপত্তির টাকা অধ্যক্ষ/প্রধান শিক্ষকের মাধ্যমে আদায় করা; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাল সনদধারী শিক্ষক/কর্মচারীদের অবসর ভাতা/কল্যাণ ট্রাস্টের ভাতা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাল সনদধারীদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা; জাল সনদধারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারী অপরাধের মামলা দায়ের; জাল সনদধারীদের নিয়োগ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে।