১১ এপ্রিল ২০২৩, ১৯:৩০

স্কুল-কলেজ শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড়

ক্লাস নিচ্ছেন শিক্ষক  © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় হয়েছে। আগামী ১৬ এপ্রিল টাকা পর্যন্ত শিক্ষকরা টাকা তুলতে পারবেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাঃ প্রঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের বৈশাখী ভাতা ১৪৩০ বঙ্গাব্দ-এর সরকারি অংশের ০৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। স্মারক নং-37.02.0000.102.37.004.2020.888/৪, তারিখ: ১১/০৪/২০২৩। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে বৈশাখী ভাতা ১৪৩০ বঙ্গাব্দ এর সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।’’