০৭ এপ্রিল ২০২৩, ১৭:৩৭

সুপারিশের ৪ বছর পর এমপিওভুক্ত হলেন ২৮ শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ সুপারিশের চার বছর পর এমপিওভুক্ত হয়েছেন ২৮ শিক্ষক। তারা সকলেই ডিগ্রি তৃতীয় শিক্ষক হিসেবে কর্মরত। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাঃ প্রঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সাল পর্যন্ত এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৪ জন শিক্ষকের এমপিওভুক্তির বিষয়ে নির্দেশনা পত্র প্রেরণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপ্রাপ্ত ২০১৯ সাল পর্যন্ত এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৭১ জন শিক্ষকের মধ্যে ৩৭ জন শিক্ষক এমপিওভুক্ত হওয়ায় অবশিষ্ট ৩৪ জন শিক্ষকের মধ্যে শর্তপুরণকৃত ২৮জন শিক্ষককে এমপিওভুক্ত করা এবং অন্য ০৬ জন শিক্ষককে পরবর্তীতে শর্ত পূরণ সাপেক্ষে এমপিওভুক্তকরণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ এর ৬.৩ এর অনুচ্ছেদের খ (V) অনুযায়ী প্রত্যেক শিক্ষকের বিপরীতে শিক্ষার্থীর সকল শর্ত পূরণকৃত এনটিআরসিএ কর্তৃক ২০১৯ সাল পর্যন্ত সুপারিশপ্রাপ্ত বর্ণিত ২৮ (আটাশ) জন তৃতীয় শিক্ষককে এমপিওভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।