১০ হাজার শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৫:২৬ PM , আপডেট: ২১ মার্চ ২০২৩, ০৫:২৬ PM
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষক-কর্মকচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এই শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড দিয়ে আদেশ জারি করা হয়।
গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক সভায় এই শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, স্কুল-কলেজের ৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়া হবে। এর মধ্যে স্কুলের ৮ হাজার ৯৯৪ জন এবং কলেজের ৭৯৯ জন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্কুলের ৮ হাজার ৯৯৪ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে রংপুরের ১ হাজার ৯৫৮ জন, রাজশাহীর ১ হাজার ৭৩২ জন, ময়মনসিংহের ১ হাজার ৫৮৬ জন, ঢাকার ১ হাজার ৪৬৬ জন, চট্টগ্রামের ৬১৬ জন বরিশালের ৬০৭ জন, কুমিল্লার ৪৩৬ জন, সিলেটের ৩১৬ জন এবং খুলনার ২৭৭ জন রয়েছেন।
আর কলেজের ৭৯৯ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে খুলনার ১৩৯ জন, রংপুরের ১১০ জন, ঢাকার ১১৪ জন, রাজশাহীর ৮৫ জন, বরিশালের ৪৯ জন, চট্টগ্রামের ৮৩, কুমিল্লার ৯৬ জন, সিলেটের ২১ জন এবং ময়মনসিংহের ১০২ জন রয়েছেন।