০৬ মার্চ ২০২৩, ১৪:৩৩

বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় সাত শিক্ষক-কর্মচারীকে শোকজ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ বিদ্যালয় পরিদর্শনের সময় স্কুলে না থাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। 

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব ঘোষণা ব্যতিরেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিয়মিত পরিদর্শনের প্রতিবেদন (নভেম্বর/২০২২ মাসের) মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইং-এ প্রেরণ করা হয়। উক্ত পরিদর্শন প্রতিবেদনে বিভিন্ন জেলার নিম্নোক্ত শিক্ষক/কর্মচারী পরিদর্শনকালীন অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে সুষ্পষ্ট কারণ আগামী ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে মাউশি অধিদপ্তরে প্রেরণ করার জন্য তাঁদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।