বুক সর্টার পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটাে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বুক সর্টার পদে নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৪৬ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। রাজধানীর মিরপুরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিজ্ঞান উন্নয়ন ভবনে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবীর চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন বিভিন্ন অফিস/শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ১০ম গ্রেড হতে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার ভেন্যু ও সময়সূচিসহ বিস্তারিত তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট (www.dshe.gov.bd)- এ পাওয়া যাবে। 

প্রসঙ্গত, রাজস্ব খাতে সরাসরি কর্মচারী নিয়োগের লক্ষ্যে ২০২১ সালের ২০ মার্চ বুক সর্টার পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।


সর্বশেষ সংবাদ