সরকারি মাধ্যমিকে ভর্তির লটারির ফল প্রকাশ

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ছবি

দেশের ৫৪০টি সরকারি স্কুলের ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার পর ফল প্রকাশ করা হয়। এর আগে বিকেল চারটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এ লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মিন।

জানা গেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৯৯ হাজার ২৯০ জন শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এছাড়া আরও ৯৯ হাজার ২৯০ জন শিক্ষার্থী অপেক্ষমান তালিকায় রয়েছেন।

এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে। এজন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে RESULT লিখে স্পেস দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর USERID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। 

আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে।

সরকারি মাধ্যমিকে ভর্তির ফল দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ