স্কুলে ভর্তি আবেদনের সময় বাড়ছে

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ফটাে

চলতি বছরে স্কুলে ভর্তি আবেদনের সময় আরও দুই থেকে তিনদিন বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তর পর বিজ্ঞপ্তি আকারে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

রোববার (৪ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মাধ্যমিকে ৯ লাখের বেসি আসন রয়েছে। গতকাল শনিবার বিকাল পর্যন্ত ৫ লাখ ২০ হাজার আবেদন জমা পড়েছে। আসন সংখ্যার চেয়ে আবেদন অনেক কম হওয়ায় আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা রোববার বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্কুলে ভর্তি আবেদনের সময় বাড়ানো হচ্ছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে আমাদের একটি সভা রয়েছে। সভা শেষে বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।

জানতে চাইলে মাউশি পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন দ্যা ডেইল ক্যাম্পাসকে বলেন,  আগামী ৬ ডিসেম্বর আবেদনের সময়সীমা শেষ হবে। আবেদনের সময় বাড়ানো হবে কিনা এটা ৬ ডিসেম্বর বলা যাবে।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর বেলা ১১টা থেকে ২০২৩ শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়। আগামী মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে।


সর্বশেষ সংবাদ