২৪ নভেম্বর ২০২২, ১৬:৪৬

মিড-ডে মিল চালু রাখা প্রতিষ্ঠানের তথ্য চায় সরকার

শিক্ষার্থী  © ফাইল ছবি

দেশের যেসব স্কুল-কলেজে শিক্ষার্থীদের মিড ডে মিল চালু রয়েছে সেসব প্রতিষ্ঠানের তথ্য জানতে চেয়েছে সরকার। আগামীকাল শুক্রবারের (২৫ নভেম্বর) মধ্যে এই তথ্য পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখা জেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে এ তথ্য চেয়েছেন।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার প্রতিবেদন প্রস্তুত করার জন্য এ তথ্য চাওয়া হয়। হার্ড কপি এবং সফট কপির মাধ্যমে তথ্য চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক অফিস আদেশে মাউশি বলেছে, বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার প্রতিবেদন প্রস্তুত করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় মিড-ডে মিল চালু রয়েছে— এমন বিদ্যালয়ের সংখ্যা নির্ধারিত ছকে আগামী ২৫ নভেম্বরের মধ্যে হার্ডকপি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বরাবর এবং সফটকপি ই-মেইল (planning3@dshe.gov.bd ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।