এমপিও নিষ্পত্তির সময় বাড়ল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও আবেদন নিষ্পত্তির সময় বাড়ানো হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এই সময় বৃদ্ধি করা হয়। বর্ধিত সময় অনুযায়ী রোববার (১৩ নভেম্বর) পর্যন্ত আঞ্চলিক কার্যালয় থেকে ফাইল প্রেরণ করা যাবে।

এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে স্বাক্ষর করেছেন মাউশির সহকারী পরিচালক (সা:প্র:) রূপক রায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের এমপিও সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি করে আঞ্চলিক কার্যালয় থেকে এমপিও মাসের ১০ তারিখের মধ্যে অত্র অধিদপ্তরে প্রেরণ করা হয়। সার্ভারে যান্ত্রিক সমস্যার কারণে নভেম্বর মাসে এমপিওতে সকল আবেদন নিষ্পত্তির নিমিত্তে ১০/১১/২০২২ এর স্থলে ১৩/১১/২০২২ তারিখের মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে প্রেরণের সময় সীমা নির্ধারণ করা হলো।’’


সর্বশেষ সংবাদ