সুলতানের ৯৪তম জন্মবার্ষিকীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয় দিনে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
শুক্রবার সকালে শহরের সুলতান মঞ্চে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন। ওই সময় এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব শিল্পী বিমানে চন্দ্র বিশ্বাস, শরীফ আশরাফুজ্জামান ঝিন্টুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শনিবার জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া মন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
বরেন্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।