রোটার্যাক্ট ক্লাব অব ঢাবির সভাপতি রাজিব, সচিব সুইটি
রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটির ২০২০-২১ রোটাবর্ষের কার্যক্রম শুরু করেছে। এতে সভাপতি এবং সচিব হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেছেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ফার্মেসী বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাজিব দাস এবং অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তানভীন সুইটি।
বুধবার ক্লাবের উদ্যোগে অনলাইনে অনুষ্ঠিত এক সভায় নতুন কার্যকরী বোর্ড ঘোষণার মাধ্যমে নতুন বর্ষের কার্যক্রম শুরু করা হয়। সভায় উপস্থিত ছিলেন নির্বাচিত রোটার্যাক্ট জেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এবং রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি তানভীর আহমেদ অর্ণব।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ৩০ এপ্রিল ২০২০ অনলাইনের মাধ্যমে ২০২০-২১ রোটাবর্ষের বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২০-২১ রোটারি বর্ষের নতুন নির্বাচিত কার্যকরী বোর্ডের সদস্যরা হলেন- সভাপতি রাজিব দাস, সদ্য অতীত সভাপতি মোঃ শহিদুল ইসলাম (সুমন), সিনিয়র সহ-সভাপতি শেখ কান্তা রেজা, সহ-সভাপতি সামিহা সালেহা, সচিব তানভীন সুইটি, যুগ্ম-সচিব নায়েবা রিফাত রোশনী, নিয়াজ মাখদুম সিনা, কোষাধ্যক্ষ মো. মিনহাজুল ইসলাম, ক্লাব সেবা পরিচালক মো. কাওসার হোসেন, আন্তর্জাতিক সেবা পরিচালক আয়শা সিদ্দিকা আশা, পেশাগত উন্নয়ন পরিচালক রাশেদুল ইসলাম সিয়াম, সমাজসেবা পরিচালক আন্নিশা আক্তার মিম।
এছাড়া আর্থিক পরিচালক আমিরুল ইসলাম, সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন, চিফ সার্জেন্ট এট আর্মস উম্মে কুলসুম উপমা, সার্জেন্ট এট আর্মস সফা আহমদ, ওসামা মোহাম্মদ মঈন, রিদিয়া আফরোজ রাকা।
আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ১ বছরের জন্য দায়িত্বপালন করবেন এ কমিটি। বর্তমান করোনা পরিস্থিতিতে ক্লাবটি অনলাইনে মিটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রমের আয়োজন করছে।