মেহেন্দীগঞ্জের অসহায়দের পাশে খাদ্য সহায়তা নিয়ে ঢাবি শিক্ষার্থীরা
প্রাণঘাতী করোনাভাইরাস সংকট পরিস্থিতিতে বরিশালের মেহেন্দীগঞ্জের নিজ গ্রামে খেটেখাওয়া অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা।
সোমবার ৭০’র অধিক পরিবারের নিকট খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব মেহেন্দীগঞ্জ (ডুসাম)’র শিক্ষার্থীরা।
ডুসামের দেয়া উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, সাবান ১ টি, লবন ১ প্যাকেট, সেমাই লাচ্ছি ১ প্যাকেট এবং চিনি ৫০০ গ্রাম।
ডুসামের সভাপতি রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফজলে বাব্বির তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণে অন্যান্যের মধ্যে ছিলেন, মেহেদী হাসান নীরব, সারোয়ার হোসেন, ইমরান হোসেন প্রমুখ। ডুসামের সাবেক জ্যৈষ্ঠ নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন পর্যায়ের কর্মরতদের সার্বিক সহায়তায় এ কর্মসূচি পরিচালিত হয়।
এ বিষয়ে ডুসামের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, জীবনের তাগিদে জন্মস্থান ছেড়ে থাকলেও এলাকার প্রতি একটা মমত্ববোধ কাজ করে। এই দুর্যোগে অনেক সিনিয়রদের সাথে পরামর্শ করলে তারা বিভিন্নভাবে উৎসাহ ও পরামর্শ দেন। পর্যাপ্ত ফান্ডিং হলে এ ধারা অব্যাহত থাকবে।