করোনায় আক্রান্ত ঢাবির আরো এক শিক্ষার্থী
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০২০, ০৮:১০ AM , আপডেট: ০৫ মে ২০২০, ০৮:১৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরেক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। রবিবার (৩ মে) পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে মুঠোফোনে মেসেজ পাঠিয়ে ওই শিক্ষার্থীকে জানানো হয়। এরপর থেকে ওই শিক্ষার্থীকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করোনায় আক্রান্ত জানিয়ে সবার কাছে দোয়া চান তিনি। করোনা ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
ফেসবুকে তিনি বলেন, ‘আমার করোনা পজিটিভ। ঢাকার একটি হাসপাতালে আইসোলেশনে আছি। শরীর এখনো ফিট আছে।’
বর্তমানে তিনি দেশরূপান্তর পত্রিকায় সাব-এডিটর পদে কর্মরত। পত্রিকাটির সহায়তায় তাকে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব তথ্য ওই শিক্ষার্থী নিজেই জানিয়েছেন।
নিজ বিভাগের শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শহিদুল ইসলাম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, আমাদের বিভাগের ২য় বর্ষের প্রিয় ছাত্র ইজাজুল হক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। সবাই আল্লাহর নিকট প্রার্থনা করবেন তিনি যেন তাকে দ্রুত এ ভাইরাস থেকে মুক্তি দিয়ে সুস্থ করে দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ওই শিক্ষার্থীর আক্রান্তের বিষয়টি জানতে পেরেছি। এ পর্যন্ত আমাদের চারজন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে বাকি তিনজন এখন সুস্থ হয়েছেন।’
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে ইতিহাস বিভাগের শিক্ষক ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে আছেন।