করোনা উপসর্গ: আইসিইউতে অধ্যাপক মুনতাসীর মামুন

করোনা উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর অধ্যাপক মুনতাসীর মামুনকে রোববার দিবাগত রাত একটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করা হয়েছে। করোনার চিকিৎসার জন্য ডেডিকেটেড এই হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘অধ্যাপক মুনতাসীর মামুন আশঙ্কামুক্ত নন। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।’

ডা. মনিলাল আইচ লিটু আরও বলেন, 'অধ্যাপক মুনতাসীর মামুন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার করোনা বলেই আমরা ধারণা করছি, কারণ তার মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংর্স্পশে আসার আগে তার করোনা টেস্ট করা হয়, কিন্তু তখন নেগেটিভ আসে। এখন হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়, তার ইসিজি করাও হয়েছে। কিন্তু পরিস্থিতিরি উন্নতি না হওয়ায় তাকে আইসিউতে নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধের গবেষণাধর্মী কাজ রয়েছে।

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনে সম্পৃক্ত থাকার পাশাপাশি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন এই অধ্যাপক। রয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতেও। বর্তমানে কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে আছেন তিনি।

তার প্রচেষ্টায় ২০১৪ সালের ১৭ মে খুলনায় প্রতিষ্ঠিত হয় গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। এছাড়া একাত্তরের ২৫ শে মার্চের কালরাতের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য লড়ছেন তিনি।

স্বাধীন বাংলাদেশে ডাকসুর প্রথম নির্বাচনে সদস্য পদে জয়ী হয়েছিলেন মুনতাসীর মামুন। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের সভাপতি। তিনি জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড এবং শিল্পকলা একাডেমি ও জাতীয় আর্কাইভসের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। এছাড়া ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।

প্রতিষ্ঠা করেছেন সেন্টার ফর ঢাকা স্টাডিজ (ঢাকা চর্চা কেন্দ্র)। এছাড়া বাংলা একাডেমির একজন ফেলো অধ্যাপক মুনতাসীর মামুন।


সর্বশেষ সংবাদ